সৈকতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিস - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২২-০৮-০৪ ১৩:৪৫:০১

সৈকতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিস

নিজস্ব প্রতিবেদক  :  কক্সবাজারে ভেসে এসেছে বক্স প্রজাতির মৃত জেলিফিস। গেল ২দিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে আসা মৃত জেলিফিস পড়ে আছে সাগর পাড়ে। তাদের মৃত্যুর কারণ জানতে উঠে পড়ে লেগেছে বিজ্ঞানীরা। নমুনা সংগ্রহ করে ব্যস্ত এখন গবেষনায়।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে কক্সবাজার সমুদ্র পাড়ে দেখা যায় অসংখ্য মৃত জেলিফিস। যা কয়েকদিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে বালিয়াড়ীতে মৃত পড়ে আছে। বেশ কয়েকদিন ধরে সমুদ্র পাড়ে দেখা মিলছে মৃত জেলি ফিশের। দরিয়ানগর থেকে হিমছডি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলি ফিসের মিছিলটি বেশ ভারী। এসব জেলি ফিশের একেকটির ওজন ১২ থেকে ১৫ কেজি।

এবিষয়ে দরিয়ানগরের বাসিন্দা নাছির উদ্দিন বলেন, সাগর পাড়ে একসাথে এত জেলি ফিসের মৃত্যু আগে দেখেননি। এবারই প্রথম এমনটা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন কর্মকর্তা আবু সাইয়েদ মো. শরীফ বলেন, জেলিফিশ সাধারণত শীতকালে মারা যায় এবং মৃত অবস্থায় সাগর উপকুলে ভেসে আসে। বেশকিছু দিন ধরে আমরা সাগরে ভেসে আসা জেলিফিশ গুলো পরীক্ষা করে দেখেছি, ভেসে মৃত এসব জেলিফিশ জেলে জালে আটকা পড়ে মারা যাচ্ছে। যেহেতু, এতদিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল। এখন মাছ ধরা শুরু হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে। এছাড়াও জেলিফিশ যেহেতু কম সাতার কাটতে জানে, সেহেতু জোয়ারের পানিতে ভেসে এসে সাগর পাড়ে বালুচরে আটকে মারা যাচ্ছে। সাগরে পরিবেশ বিপর্যয়ের মত কিছুই হয়নি। তিনি আরও বলেন, প্রাণঘাতি না হলেও সমুদ্র সৈকতে পড়ে থাকা এসব জেলিফিশের সংস্পর্শে গেলে চুলকানিসহ নানা সমস্যা হতে পারে ।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জেলেদের বলেন, এই সময়ে মাছ গুলো মরার কোন সিজন নয়। হয়তোবা জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছে। পরে জেলেরা মাছগুলো ফেলে দেয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

এদিকে বেশকিছু দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। কক্সবাজর সমুদ্র সৈকতের একাধিক পয়েন্টে আটকে পড়ে আছে এ জেলিফিশ গুলো। সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব জেলিফিশের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কি কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছেন না।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, সায়মনবিচ ও দরিয়া নগর পয়েন্টসহ হিমছড়ি পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটারের একাধিক পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মরা এ জেলিফিশগুলো উৎসুক পর্যটকরা দুর্গন্ধের কারণে দেখতে পারছেন না। বাতাসের বিপরীত দিকে দাঁড়িয়ে কেউ কেউ দেখছেন। এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে গোটা সৈকতে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ