সৈকতে মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে জরিমানা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-১১-২২ ১৩:২২:৩৫

সৈকতে মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সৈকতে করোনার সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে প্রশাসন । করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সবকটি পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ২২ নভেম্বর রোববার বেলা ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযানে নামে জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে সৈকতের বার্মিজ মার্কেট, বালিয়াড়ি ও সাগর তীরে যেসব পর্যটক ও ব্যবসায়ী মাস্ক ব্যবহার করেনি তাদেরকে জরিমানা করা হয়। তবে প্রশাসনের অভিযানে মুহুর্তে পাল্টা যায় সৈকত এলাকার চিত্র। জরিমানার ভয়ে ধুম পড়ে মাস্ক কেনার। দুপুর ১টা পর্যন্ত এই অভিযানে মাস্ক ব্যবহার না করায় ৪২ জন পর্যটক ও ব্যবসায়ীর কাছ থেকে ৬ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন জানান, মোবাইল কোর্ট চলাকালে দণ্ড প্রদানের পাশাপাশি স্বল্প সামর্থ্যের ব্যক্তিদের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ এবং মাস্কবিহীন চলাচলকারী সকলকে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসন আরও কঠোর আইন প্রয়োগ করতে বাধ্য হবে।

আরো সংবাদ