সোনাদিয়ায় স্পীড বোট ডুবে ঠিকাদার নিহত - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২০-০৯-১২ ১২:৪৪:৩৮

সোনাদিয়ায় স্পীড বোট ডুবে ঠিকাদার নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কন্ঠ : কক্সবাজারের মহেশখালী উপকূলের সোনাদিয়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় স্পীড বোট ডুবে এক ঠিকাদার নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে মহেশখালী চ্যানেলের সোনাদিয়া পয়েন্টে বাঁকখালীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে স্থানীয় কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান, দুপুর ২ টার দিকে কক্সবাজার থেকে সোনাদিয়াগামী তিনজন যাত্রীবাহী একটি স্পিডবোট সোনাদিয়ার মগচর সংলগ্ন দক্ষিণে বাঁকখালীর মোহনায় প্রচন্ড স্রোত ও ঢেউ এর কবলে পড়ে ডুবে যায়। এতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন স্টোর এর ঠিকাদার মাহফুজুর রহমান মারা যান। তাকে সাগরে মাছ ধরারত জেলেরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর দুই যাত্রী ইসাবেলা ফাউন্ডেশন নামের একটি জরিপ সংস্থার কর্মকর্তা বলে জানা গেছে।

আরো সংবাদ