স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেল চকরিয়ার অপি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২৩-০৩-২০ ১৭:৪৭:৩৭

স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেল চকরিয়ার অপি

স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেল চকরিয়ার অপি
কক্সবাজার : ২০২০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত স্কাউট পরীক্ষাতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেল চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাজকিয়াতুন নুর অপি। সারাদেশের বাছাইকৃত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫ম এবং চট্টগ্রাম বিভাগের ২ শিক্ষার্থীর মধ্যে তার অবস্থান ছিল ১ম।
চলতি বছরের ১৬ মার্চ রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট এই কৃতি শিক্ষার্থীর হাতে কৃতিত্বের সনদপত্র তুলে দেন। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য সে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আতিক স্যার সহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য  ২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (সকল বিষয়ে লেটারমার্ক) পাওয়া কৃতি শিক্ষার্থী অপি বর্তমানে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত।
কন্যার কৃতিত্বের জন্য অপির পিতা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও চকরিয়া আদালতের আইনজীবী সহকারি জসিম উদ্দিন অত্যন্ত আনন্দিত। তিনি অপির উত্তরোত্তর সফলতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

আরো সংবাদ