হোপ আইসোলেশন কেন্দ্রের কার্যক্রম সমাপ্ত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-১১-০২ ১৪:১৪:০৪

হোপ আইসোলেশন কেন্দ্রের কার্যক্রম সমাপ্ত

হোপ আইসোলেশন কেন্দ্রের কার্যক্রম সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কোভিড-১৯ সংক্রমনের হার বর্তমানে কমে আসায় কক্সবাজারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় স্থাপিত কোভিড-১৯ হোপ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের কবিতা চত্বর রোডস্থ হোপ আইসোলেশন সেন্টার প্রাঙ্গনে সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হোপ আইসোলেশন সেন্টারের কার্যক্রম সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

তিন মাস আগে স্থাপিত এই ফিল্ড হাসপাতালে ২৮৮জন কোভিড-১৯ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রয়োজন হলে সেন্টারটি পুনরায় চালু করা হবে বলে এ সময় জানানো হয়।

আরো সংবাদ