হ্নীলা ষ্টেশনে স্বাস্থ্য বিধি মেনে না চলায় জরিমানা আদায় - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৫-১৬ ১৪:১৫:৫৪

হ্নীলা ষ্টেশনে স্বাস্থ্য বিধি মেনে না চলায় জরিমানা আদায়

সাদ্দাম হোসাইন টেকনাফ : কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ক্রয়-বিক্রয়ের অনুমতি দিলেও কতিপয় দোকানদার তা অগ্রাহ্য করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ১৬ মে বাদে জোহর টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন-শৃঙখলা বাহিনীর যৌথ টাস্কফোর্স হ্নীলা ষ্টেশনের নিউ মার্কেটের হ্নীলা বস্ত্র বিতান, আছমা ষ্টোর, রাব্বি ষ্টোর, জিসান বস্ত্র বিতান ও রংধনু ডিপার্টমেন্টাল ষ্টোরকে পৃথক অংকের টাকা জরিমানা করেন। সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করার পরও কয়েকটি দোকানদারকে সর্তক করা হয়। অভিযান চালাকালে নৌবাহিনীর লে. আজহার, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ মডেল থানার এসআই নজিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ