১২ নভেম্বর সারাদেশে ধিক্কার মিছিল - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-১১-০৬ ১০:৩৪:৪০

১২ নভেম্বর সারাদেশে ধিক্কার মিছিল

১২ নভেম্বর সারাদেশে ধিক্কার মিছিল

নিউজ  ডেস্ক :  সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর বিকেল ৪টায় সারাদেশে ‘ধিক্কার মিছিলের’ ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওইদিন এ কর্মসূচি পালিত হবে ঢাকার শাহবাগ চত্বরে ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।

শনিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দিনগুলোতে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল স্বীকার করতে চায়নি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্বিচারে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। অনেকেই এ ঘটনাগুলোকে অতীতে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবার দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক হামলার সংক্রান্ত দোষারোপের রাজনীতি করে চলেছে এবং এর মাধ্যমে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে সাম্প্রদায়িক হামলা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং দায়মুক্তির সংস্কৃতির কারণে তা চলছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমরা সবগুলোর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত চাই। দলমত নির্বিশেষে যারা-ই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হাজার হাজার মানুষ গ্রেফতার করলেই সুবিচার আসে না। নিরপরাধ কেউ যেন গ্রেফতার ও হয়রানির শিকার না হয়, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়ার বিবৃতির প্রতি ধিক্কার জানিয়ে রাণা দাশগুপ্ত বলেন, অতি সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আমাদের ভীষণভাবে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। সামগ্রিক ঘটনাকে লঘু করে দেখার তার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ করেছে। তিনি বিবৃতিতে পবিত্র কোরআন শরীফ যে কুমিল্লার পূজামণ্ডপে হনুমানের মূর্তিতে রেখেছিল তাকে ‘মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে’ বলে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছেন।

সিআইডির ভাষায় সে ভবঘুরেও নয়, মানসিক ভারসাম্যহীনও নয়, সে চতুর। পররাষ্ট্রমন্ত্রীর এ দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বিবৃতির জন্যে আজ এ সংবাদ সম্মেলন থেকে আমরা তাকে ধিক্কার জানাই। সূত্র- চ্যানেল ২৪

আরো সংবাদ