১৫ আনসার ব‍্যাটালিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৮-১৫ ১৩:০৮:৩৮

১৫ আনসার ব‍্যাটালিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :  জাতির পিতার স্বপ্নের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম অর্জনে বঙ্গবন্ধু কন্যার পাশে অতন্দ্র প্রহরীর মতো আমাদের কাজ করতে হবে ।মুজিব কাননের ভাবনা সবার মাঝে ছডিয়ে দিতে হবে । রুখে দিতে হবে সব আগষ্টের ষড়যন্ত্র । হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঁয়তাল্লিশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আনসার ব‍্যাটালিয়ন কর্তৃক আয়োজিত শোক র‍্যালি, মুজিব কানন বেদিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা,দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামান‍্য চিত্র প্রদর্শনীর স্থিরচিত্র। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৫ আনসার ব‍্যাটালিয়ন অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন।

তিনি তাঁর বক্তব‍্যের শুরুতে পনেরই আগস্ট ভয়াল কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরণকারী সকল সদস‍্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, জাতির পিতার সাতই মার্চের আহ্বানে আনসার বাহিনী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম অর্জনে বঙ্গবন্ধু কন্যার পাশে অতন্দ্র প্রহরীর মতো আমাদের কাজ করতে হবে ।মুজিব কাননের ভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে । রুখে দিতে হবে সব আগষ্টের ষড়যন্ত্র । শোকাবহ এই আলোচনা সভায় আরও বক্তব‍্য রাখেন ১৫ আনসার ব‍্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব‍্যাংক পটিয়া শাখার ব‍্যবস্থাপক মানস চক্রবর্ত্তী, অত্র শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ আকরাম আলী, ১৫ আনসার ব‍্যাটালিয়নের পিসি নুরল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক রানা, উপস্থিত ছিলেন ব‍্যাটালিয়নের সর্বস্তরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৫ আনসার ব‍্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোঃ সাব্বির হোসেন।

আরো সংবাদ