কক্সবাজারেই ২০% ছাড়ে ঘরে বসে বিমানের টিকেট সুবিধা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১০-০৫ ১৫:২৭:৩৬

কক্সবাজারেই ২০% ছাড়ে ঘরে বসে বিমানের টিকেট সুবিধা

নিজস্ব প্রতিবেদক : ঘরে বসেই ২০% ছাড়ে বিমানের টিকেট সুবিধা নিয়ে চালু হলো ডিজিটাল সেলস সেন্টার। যে কেউ Mytripperz.com-ঢুকে নিজেই টিকিট কেটে নিতে পারেন। যেটি ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দেশে এই প্রথম প্রতিষ্ঠানটির অফিস যাত্রা করেছে পর্যটন শহর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের শামীম গেস্ট হাউজের নীচ তলায়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ মাহবুবর রহমান, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অাবু মোরশেদ চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সায়েদ শাকের আহমদ, পিন্টু রায়, সিটি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক ইকবাল গণি ছিদ্দিকী, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মেহেরাব হোসেন খান, বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফেরদৌস খান, কক্সবাজার চেম্বারের পরিচালক আজমল হুদা, টুয়াকের সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান ওবাইদুল, টুয়াক নেতা নুর মোহাম্মদ মনির, কাদের খান, নাসির উদ্দিন। Mytripperz.com- ফাউন্ডার এন্ড সিইইউ, ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এম রেজাউল করিম রেজা আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। সময় আবাসিক হোটেল, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘নিজের টিকেট নিজে’ করি স্লোগানে প্রতিষ্ঠিত পর্যটন সেবায় দেশে প্রথম এই অফিসের টাচস্ক্রীন প্রোএ্যাক্টিভ মনিটরের সাহায্যে নিজেই টিকেট কাটতে পারবেন। রয়েছে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা।

আরো সংবাদ