২ দিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা, সর্তক অবস্থানে বিজিবি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৯-০৬ ১৩:০০:১০

২ দিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা, সর্তক অবস্থানে বিজিবি

কক্সবাজার : ২ দিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা শুরু হয়েছে। মঙ্গলবার  (৬ সেপ্টেম্বর) সকাল ৭ টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে। এ নিয়ে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ওপারে দুইদিন ফায়ারিং বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে সীমান্তের আকাশে এখনও কোন হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, পর দুইদিন বন্ধ থাকার ফলে সীমান্তের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিলো। এখন আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে।
গত প্রায় এক মাস ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গেল ২৮ আগস্ট পর পর দুইটি মর্টার সেল এসে পড়েছিলো সীমান্তের তুমব্রু উত্তরপাড়া এলাকায়। এরপর ৩ সেপ্টেম্বর আরও দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশের বাইশপারি এলাকায়। সব মিলিয়ে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে।

আরো সংবাদ