৬ দফা পর্যায়ক্রমে পাকিস্তানি শাসকদের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছিল - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৬-০৭ ১৩:৪৩:৪৮

৬ দফা পর্যায়ক্রমে পাকিস্তানি শাসকদের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছিল

নিউজ ডেস্ক :  ঐতিহাসিক ৭ জুন ৬ দফা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ধানমন্ডি (৩২ নাম্বার) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ সমীর চন্দ বলেন, ঐতিহাসিক ৬ দফা প্রণয়ণ করে বঙ্গবন্ধু যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক আন্দোলন পাকিস্তানী সামরিক শাসকদের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছিল।

সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে ৬৬ এর ৬ দফা আন্দোলন একটি গৌরবময় ঘটনা। নতুন প্রজন্মের সাথে ৭ জুনের পরিচয় করিয়ে দিতেই আজ বঙ্গবন্ধুর বেদিতে শ্রদ্ধা নিবেদন করছি। প্রতিটি নেতাকর্মীকে তিনি ৭ জুনের চেতনা ধারণ করার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আকবর আলী চৌধুরী, হোসনে আরা এমপি, কৃষিবিদ ডঃ নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, এডভোকেট রেজাউল করিম হিরণ, আলহাজ্ব মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী জসীমউদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ডঃ হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, অর্থ সম্পাদক নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য মোশারেফ হোসেন আলমগীর, ইছহাক আলী সরকার, সৈয়দ শওকত হোসেন শানু, নুরুল ইসলাম বাদশা, সামিউল বাসির সামি, রাশেদা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য খন্দকার জাহাঙ্গীর, মাহফুজা রুবি, জাতীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম মিন্টু ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হালিম খান সহ কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ