৯ বছর পর আজ নতুন নেতৃত্ব পাচ্ছে জেলা যুবলীগ - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-২৮ ২২:০৩:৪০

৯ বছর পর আজ নতুন নেতৃত্ব পাচ্ছে জেলা যুবলীগ

received_10155475624013806.jpeg

নিজস্ব প্রতিবেদক : ৯ বছর পর খোরশেদ আলম-মাহাবুবুর রহমানের নেতৃত্বাধীন জেলা যুবলীগের কমিটির অবসান হচ্ছে। নানা জল্পনা-কল্পনা শেষে আজ ২৯ মার্চ অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের বহুল কাঙ্খিত সম্মেলন ও কাউন্সিল। আর এতেই নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। তবে অনেকে শঙ্কা করছেন, ভোটের লড়াইয়ে নয়, সমঝোতার ভিত্তিতে চাপিয়ে দেওয়া হবে নতুন নেতৃত্ব। জানা গেছে, আজ ২৯ মার্চ অনুষ্ঠেয় জেলা যুবলীগের সম্মেলনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অতিথি নির্ধারণও হয়ে গেছে। ইতোমধ্যে জেলা যুবলীগের পক্ষ থেকে সম্মেলনের পোষ্টার ও দাওয়াত পত্র বিলি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামি ২৯ মার্চ কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। ঘুরে দেখা গেছে, সম্ভাব্য সভাপতি-সম্পাদকের ডিজিটাল ব্যানার, বিলবোর্ড, পেষ্টুনে ছেয়ে শহর। বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার পেষ্টুন টাঙানো হয়েছে। নেতাকর্মীরা জানান, শুরুর দিকে সভাপতি প্রার্থী হিসেবে প্রচারণা চালান জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বঙ্গবন্ধুর ঘণিষ্ট সহচর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ছেলে জেলা যুবলীগের বর্তমান সহসভাপতি শহিদুল হক সোহেল। কিন্তু ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের পছন্দের বিচারে সভাপতি প্রার্থী হিসেবে শীর্ষ অবস্থানে উঠে আসে বর্তমান কমিটির আরেক সহসভাপতি সোহেল আহমদ বাহাদুরের নাম। পরে জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা ঐক্যমতের ভিত্তিতে সোহেল আহমদ বাহাদুরকে সভাপতি ও শহিদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক করে প্যানেল চূড়ান্ত করেন। কিন্তু এর বাইরে সভাপতি পদে প্রার্থীতা তেমন না থাকলেও সাধারণ সম্পাদক পদে অন্তত এক হালি প্রার্থী এখনও মাঠে চষে বেড়াচ্ছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমেদ। কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী গণমাধ্যমে বলেছেন, সম্মেলনকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। কাউন্সিলরেরা নির্ভয়ে যথাসময়ে সম্মেলন স্থলে আসতে পারবেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফরিদ উদ্দীন খন্দকার বলেন, যুবলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। জেলা যুবলীগের দাওয়াতপত্র অনুযায়ী আগামি ২৯ মার্চের সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য খান বাহাদুর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় সাংসদগণ ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ