সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৯০ - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০১৯-১২-২৮ ১২:১১:২৬

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৯০

নিউজ ডেস্ক:  সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ব্যস্ত সড়কের একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন পুলিশ ও চারজন বিদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে একজন পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই বিস্ফোরণটি খুবই ভয়াবহ ছিল এবং আমি এখন পর্যন্ত ২০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারছি। আহত হয়েছে আরও অনেকে।কোনও গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।[the_ad id=”36489″] কিন্তু আল-শাবাব জঙ্গিগোষ্ঠী প্রায় মোগাদিসুতে বোমা হামলা চালিয়ে থাকে।সাকারিয়ে আব্দুকাদির নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণের পর আমি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখতে পাচ্ছিলাম এবং তাদের মধ্যে কয়েকজন এতটাই পুড়ে গিয়েছিল যে, তাদের শনাক্ত করা যাচ্ছিল না।এদিকে মোহামেদ আব্দিরিজাক নামে সোমালিয়ার একজন এমপি বলেছেন, ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি তিনি।অন্যদিকে সাবেক একজন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বলেছেন, এই বর্বরোচিত হামলার শিকার ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করুন। সূত্র- আর টিভি।

আরো সংবাদ