দিনদিন অনলাইন নিউজের জনপ্রিয়তা বাড়ছে - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১২-২৯ ০৯:৫৭:২২

দিনদিন অনলাইন নিউজের জনপ্রিয়তা বাড়ছে

কক্সবাজার: শহরের লাইট হাউজ এলাকার একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনলাইন সাংবাদিকদের দুই দিনব্যাপী ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।  কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা-কোস্ট ট্রাস্ট।সহযোগিতায় ছিলেন দাতা সংস্থা ইউএনএইচসিআর। ২৮- ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ওয়ার্কশপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ইউএনএইচসিআর এর লাইভ লিহুড অফিসার সুব্রত কুমার চক্রবর্তী। তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারবাসী ক্ষতিগ্রস্ত। তাই স্থানীয়দের সহায়তার পাশাপাশি সাংবাদিকদের জন্যও কাজ করতে চাই। ইতোমধ্যে সেই প্রকল্প হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, দিনদিন অনলাইন নিউজের জনপ্রিয়তা বাড়ছে। তাৎক্ষণিক সংবাদ অনলাইন পোর্টাল থেকেই পেয়ে থাকি।

[the_ad id=”36489″]ইউএনএইচসিআর-এর সহায়তায় ওয়ার্কশপে রিসোর্স পার্সন ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নইম ওয়ারা, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক বরকত উল্লাহ মারুফ, মজিবুল হক মনির ও স্থানীয় টিম লিডার জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিভির কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল এনটিভি’র কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই এর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিনিধি সরওয়ার আজম মানিক ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন। দুইদিন ব্যাপী কর্মশালায় প্রায় ৩০ জন অনলাইন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আরো সংবাদ