শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে-বাহাদুর - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৮ ১৮:৫৩:৫৯

শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে-বাহাদুর

সংবাদ বিজ্ঞপ্তি:  উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান-২০২০ গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামে সাধারণ সম্পাদক জননেতা সোহেল আহমদ বাহাদুর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোনো রকম নেশার সাথে আমরা নিজেকে জড়াবো না। তিনি আরও বলেন, সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।[the_ad id=”36442″]

এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই স্কুল এন্ড কলেজের মুখ উজ্জ্বল করেছ, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। অত্র স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এড. এটি.এম. রশিদ-এর উদ্বোধনের মাধ্যমে অত্র স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হাকিম আযাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি যুবনেতা সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উখিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনিসুল ইসলাম, যুবলীগ নেতা রিগ্যান আরাফাত, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ আজাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ বাবর, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি হানিফ ছিদ্দিকী। এছাড়া অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো সংবাদ