উখিয়ায় আবারও লকডাউনের সময় বাড়লো - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৯ মে ২০২৪ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-০৬-২১ ১৩:৪২:৪১

উখিয়ায় আবারও লকডাউনের সময় বাড়লো

চ্যালেঞ্জ রেখেই কাল থেকে উঠছে লকডাউন
কায়সার হামিদ মানিক : কক্সবাজার উখিয়ায় করোনাভাইরাস কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় আরও এক সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (২১ জুন) বিকালে উখিয়া উপজেলায় হলরুমে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত কক্সবাজার পৌরসভায় প্রথম দফায় লকডাউন পালিত হয়। উখিয়ায় দ্বিতীয় বারে মত ২২ তারিখ হতে ২৯ তারিখ পর্যন্ত আবারও লক ডাউন ঘোষাণা করা হয়েছে।
উল্লেখ, গত (৬ জুন) উপজেলার প্রশাসন এক সভায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬, ৯নং ওয়ার্ড ও পালংখালী ইউনিয়নের বালুখালীর ১নং, ৪ ও ৭নং ওয়ার্ড ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারকে রেড এলার্ট করে ১৪ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে আরো এক সপ্তাহ পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
উক্ত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ওষুধ, কাঁচাবাজার এবং উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ নির্দেশনায় সমূহ চলমান থাকবে। তবে অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই অবস্থা থাকবে।

আরো সংবাদ