রোহিঙ্গা ক্যাম্পে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২ পাচারকারি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-০৯-২৫ ১৩:২৪:৩৬

রোহিঙ্গা ক্যাম্পে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২ পাচারকারি

কক্সবাজার কন্ঠ :  কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ বøকে এ অভিযান চালানো হয়। আটকরা হল, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ বøকের মোহাম্মদের ছেলে জামাল হোসেন (২৮) এবং ক্যাম্পটির একই বøকের মোহাম্মদ ইলিয়াসের ছেলে আবু আলম (২৩)।

উইং কমান্ডার আজিম বলেন, ভোরে উখিয়ার ১১ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় লোকজন বসত ঘরে মাদক চালান মজুদ রেখে লেনদেন করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক বসত ঘরটির কাছে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। আটকরা স্বীকারোক্তিতে মতে, জামাল হোসেনের বসত ঘরে তল্লাশী চালিয়ে বস্তার ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ৯০ হাজার ৬০০ টি ইয়াবা পাওয়া যায়।

এ কর্মকর্তা বলেন, আটকরা জানিয়েছে, মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের বসত ঘরে মজুদ রাখত। পরে এসব ইয়াবা স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনের কাছে সরবরাহ দিয়ে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম।

আরো সংবাদ