শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১০-০৭ ০৬:১০:২৪

শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন

নিউজ ডেস্ক :  প্রথমবারের মতো শিশুদের ওপর প্রয়োগের জন্য ম্যালেরিয়ার টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (৬ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়।

যুক্তরাজ্যের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বিশ্বে প্রথমবারের মতো এই টিকা আবিষ্কারে সক্ষম হয়েছেন বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে টিকার কার্যকারিতা নিয়ে নানা ধরণের পরীক্ষা চালানো হয় ঘানা, মালাউয়ি ও কেনিয়ায়। গ্লাসগো স্মিথক্লাইনের তৈরি টিকাটি পাঁচ ধরণের ম্যালেরিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিকারকটির বিরুদ্ধে কার্যকর। শুধু ম্যালেরিয়া নয়, এটি যেকোনো পরজীবীর বিরুদ্ধে প্রথম টিকা।

আফ্রিকা অঞ্চলে এই টিকা প্রতি বছর ১০ হাজার শিশুর প্রাণ বাঁচাবে বলে ধারণা গবেষকদের। এই ঘটনাকে ঐতিহাসিক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো সংবাদ