মায়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী সু চিকে ৪ বছরের কারাদণ্ড - কক্সবাজার কন্ঠ

শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১২-০৬ ০৭:৩৩:৪৪

মায়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী সু চিকে ৪ বছরের কারাদণ্ড

মায়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী সু চিকে ৪ বছরের কারাদণ্ড

নিউজ  ডেস্ক  :  মায়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।  বিবিসি বার্মিজ সার্ভিস ও বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

উসকানি দেওয়া এবং কোভিড-১৯ নিয়ম ভঙ্গ করার মামলায় সু চিকে সোমবার (৬ ডিসেম্বর) কারাদণ্ড দেওয়া হয়। কার্যত সরকারের শীর্ষ পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাসের মাথায় তার বিরুদ্ধে দেওয়া প্রথম কোনো রায়ে এই কারাদণ্ডাদেশ দেওয়া হলো।

আরো সংবাদ