হাজারো গানের মাঝে বেঁচে থাকবেন তিনি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২২-০২-০৬ ১০:২৮:৫৮

হাজারো গানের মাঝে বেঁচে থাকবেন তিনি

লতা মঙ্গেশকর

নিউজ  ডেস্ক :  লতা মঙ্গেশকর। নাইটিংগেল অব ভারত। অনেকে তাকে সঙ্গীতের দেবী, সুরের সম্রাজ্ঞী বলে থাকেন। ভারতীয় উপমহাদেশে কিংবদন্তি এই শিল্পীকে অনুসরণ করেননি, গানের জগতে এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন।

মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীতের জগতে পা রাখেন তিনি। ১৯৪২ সালে প্রকাশিত হয়, তার প্রথম অ্যালবাম। এরপর সাত দশকে ভারতের ৩৬টিসহ বেশ কিছু বিদেশি ভাষায় তার কণ্ঠের যাদু ছড়িয়েছে, ৩০ হাজারের বেশি গানে।

১৯২৯ সালে ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাবা দিনানাথ মঙ্গেশকর ছিলেন ধ্রুপদি সঙ্গীতশিল্পী ও মঞ্চ অভিনেতা।

শুধু গানে কণ্ঠ দেয়াই নয়, ষাটের দশকে ৫টি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজও করেছিলেন তিনি। প্রযোজনা করেছেন, ৪টি সিনেমা।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, দাদাসাহেব ফালকে-সহ নানা সম্মাননা পেয়েছেন, এই কিংবদন্তী। ২০০১ সালে পান ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’। তার আগে পদ্মবিভূষন ও পদ্মভূষন দেয়া হয় তাকে।

সুরের ব্যঞ্জনাই তার জীবন। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের পরিচয়ে শুধু এতটুকুই যথেষ্ট। সঙ্গীতে শৈশবে যে যাত্রা শুরু হয়েছিল, সাত দশক পর তা থামলো। তবে, হাজারো গানের ভেতরে তিনি থাকবেন জীবন্ত।

আরো সংবাদ