উখিয়ায় ১ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২২-০৩-১০ ১৩:৪১:৩২

উখিয়ায় ১ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। বুধবার (৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, রাতে বিজিবির রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি টহলদল জলিলের গোদা আমবাগান এলাকায় অভিযান চালায়।

এসময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে পাচারকারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশী করে এক লাখ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

আরো সংবাদ