ইউক্রেন থেকে ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত- জাতিসংঘ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৩-০৬ ২০:১০:২১

ইউক্রেন থেকে ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত- জাতিসংঘ

 নিউজ  ডেস্ক : ১০ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। রোববার (৬ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানান। এক টুইটার পোস্টে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুততম বর্ধনশীল শরণার্থী সংকট।এদিকে, জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর ইউক্রেন থেকে প্রায় ৩৮ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে বলেন, রোববার পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ৩৭ হাজার ৭৮৬ জন শরণার্থী নিবন্ধিত করেছে জার্মান ফেডারেল পুলিশ। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জাতীয়তা যাই হোক না কেন, জার্মানি তাদের গ্রহণ করবে।তিনি বলেন, আমরা মানুষের জীবন বাঁচাতে চাই। এটি পাসপোর্টের ওপর নির্ভর করে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

আরো সংবাদ