উখিয়ার দুস্থ মানুষদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০১-০৯ ১৪:০৪:৩৯

উখিয়ার দুস্থ মানুষদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

কায়সার হামিদ মানিক উখিয়া :  কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৯ জানুয়ারী) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ১০০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সরবরাহসহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

আরো সংবাদ