ক্যাম্পে ডাকাতের গুলিতে সিএনজি চালক নিহত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৪-২৩ ০৬:৩৩:২২

ক্যাম্পে ডাকাতের গুলিতে সিএনজি চালক নিহত

কক্সবাজার :  টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে গুরুতর আহত জাদিমুরা গ্রামের বাচ্চুর ছেলে সিএনজি চালক মোহাম্মদ হোছন মারা গেছেন। ২২ এপ্রিল রাত ৮ টার দিকে উত্তর দমদমিয়ায় তার উপর গুলি চালায় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচুর ছেলে মোহাম্মদ হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ হোসেন প্রাণ হারায়।

আরো সংবাদ