টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে এক নারীসহ ৫ জন নিহত - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-২৮ ০৪:৪০:১৪

টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে এক নারীসহ ৫ জন নিহত

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের কান্দিলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদরের কান্দিলা বাজার এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে রাস্তায় মাঝে উল্টে যায়। এসময় ট্রাক ও সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন নিহত হয়। আহত হয় আরো ১১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ