সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৩-১০-০৭ ১৭:২৯:১১

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছে

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছে

নিউজ ডেস্ক :  বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা অবশেষে ৪ দিনের মাথায় টেকনাফ ফিরেছেন। শনিবার (৭ অক্টোবর) বিকেলে এমভি বার আউলিয়া জাহাজে করে নিরাপদে টেকনাফ পৌঁছান বলে জানিয়েছেন সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় এমভি বার আউলিয়া জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে বেলা সাড়ে ১১ টায় সেন্টমার্টিনে জেটি ঘাটে পৌছায় জাহাজ। এরপর বিকেল ৩টায় আটকে পড়া দেড় শতাধিকসহ অন্যান্য পর্যটকদের নিয়ে বিকেল ৫টায় টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়ার সতর্ক সংকেত প্রত্যাহারের পর শনিবার সকাল থেকে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। বিকালে জাহাজযোগে পর্যটকরা টেকনাফ ফিরেছেন। ইউএনও বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও পণ্যবাহী সার্ভিস ট্রলার চলাচল অনুমতি দেয়া হলেও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরো সংবাদ