রোহিঙ্গা শিবিরে এইচআইভি আক্রান্তে পুরুষের চেয়ে নারী বেশি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-০৮ ১২:১৩:০৮

রোহিঙ্গা শিবিরে এইচআইভি আক্রান্তে পুরুষের চেয়ে নারী বেশি

জসিম উদ্দিন সিদ্দিকী: rohingya-capm-coxsমিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে নানা রোগ বিদ্যমান রয়েছে। তার মধ্যে এইচআইভি বহন করছে অনেকে। এ পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৫৯ জন রোহিঙ্গা। তার মধ্যে নারীর সংখ্যাই বেশি রয়েছে।  কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, গত ২৫ আগষ্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে এ পর্যন্ত ৫৯ জন এইচআইভি রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩০ জন মহিলা, ১৯ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। তাদেরকে যতœসহকারে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শুরু না করার আগে ১ জন মারা গেছে। বর্তমানে এইচআইভিতে আক্রান্ত ৫৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, শনাক্ত করা রোগীদের মধ্যে বেশিরভাগই এইচআইভি রোগী জেনে নিজেরাই চিকিৎসা নিতে এসেছেন। এত রোহিঙ্গার মধ্যে আরো অসংখ্য এইচআইভি বহনকারী রোগী থাকতে পারে। একসাথে এত রোহিঙ্গার মাঝে এই রোগ শনাক্ত করা কঠিন। তাই রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট করে করে রোগি শনাক্ত করার কাজ চলছে। এনিয়ে কক্সবাজার সিভিল সার্জন ডাঃ আবদুল সালাম জানান, বিশ্বের এইচআইভি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে মিয়ানমার শীর্ষ তালিকায় রয়েছে। তাই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে রয়েছে প্রচুর এইচআইভি পজেটিভ রোগী। রোহিঙ্গাদের মাঝে এইচআইভি রোগী ক্রমান্বয়ে শনাক্তের সংখ্যা বাড়ছে। রোহিঙ্গাদের মধ্যে কেউ অন্য রোগের চিকিৎসা নিতে আসলে তাদের এইচআইভি পরীক্ষা করা হচ্ছে, তার পর চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে ১০০ জন এমবিবিএস, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক, মেডিকেল স্টুডেন্টসহ ২ হাজার জনবল রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। চিকিৎসা ক্যাম্পেইনে এইচআইভি শনাক্তসহ সংক্রামক রোগীদের শনাক্ত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

আরো সংবাদ