শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার এবারের আসর - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-০৪-১২ ১৫:০৫:৫৩

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার এবারের আসর

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার এবারের আসর

নিউজ ডেস্ক :  শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার এবারের আসর। চৈত্রের খরতাপে মেলার আয়োজনে ছিল না প্রত্যাশিত পাঠকের উপস্থিতি। আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশা জানিয়েছেন প্রকাশকরা।

স্বাধীনতার মাসে, করোনা আর লকডাউনে ভাষার মাসের আয়োজন। এবারের বই মেলা পার করেছে বেশ কিছু প্রতিবন্ধকতা। তাই লেখকদের কণ্ঠে ছিল আক্ষেপের সুর।

এক লেখক বলেন, ‘বইমেলায় আমি কোনো লোক দেখছি না, ক্রেতা দেখছি না। এটা আমাকে বড় হতাশ করেছে।’

আরেক লেখক বলেন, ‘পাঠক যতটা সাড়া দিবে মনে করেছিলাম কিন্তু আশা অনুযায়ী ততটা সাড়া পাওয়া যায়নি।’

মেলা শেষ হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। কিন্তু, বিক্রির চাইতে প্যাভিলিয়ন খুলে ফেলার ধুম চলছিল। অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রির হার একেবারেই নগণ্য।

প্রাণের মেলার শেষ দিনে বই প্রকাশিত হয়েছে ৬৪টি। পুরো মাসজুড়ে প্রকাশিত বইয়ের সংখ্যা আড়াই হাজারেরও বেশি।

আরো সংবাদ