সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ১১ মে ২০২৪ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০২-০৩ ১৯:৩২:৪৪

সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ২০২৩-২৪ অর্থবছরে “বাংলাদেশের সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গবেষণা কার্যক্রমের উপাত্ত সংগ্রহের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রামে প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আজ ৩-২-২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন, ফেলোশিপ প্রদান, অগ্রনী সাংবাদিকদের পুরস্কার প্রদান, ফলোআপ কর্মশালার ব্যবস্থা রাখার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় সড়ক দুর্ঘটনার কারণ, গাড়ি চালকদের ভূমিকা, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, বাস মালিক সমিতির ভূমিকা, ট্রাফিক ব্যবস্থাপনা আইন, লাইসেন্স প্রাপ্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

নিরাপদ সড়ক পরিকল্পনায় সহায়ক, গবেষণাভিত্তিক লেখণীর মাধ্যমে অবদান রাখার জন্য সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেয়া ও সচেতনভাবে তুলে ধরার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

প্রেসক্লাব সভাপতি জনাব সালাহউদ্দিন মো. রেজা , সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম সভায় উপস্থিত ছিলেন ।

আরো সংবাদ