১৪ বছর পরে কক্সবাজারে বিএনপির গণমিছিল   - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২২-০৮-২৪ ১৫:০৯:৩০

১৪ বছর পরে কক্সবাজারে বিএনপির গণমিছিল  

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের চলমান লোডশেডিং এবং সকল পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কক্সবাজার বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) দুপুর থেকেই ব্যানার ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেয় কক্সবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সবার গন্তব্য কক্সবাজার কেন্দ্রীয়  ঈদগাহ মাঠ। সেখান থেকেই শুরু হয় সংগঠনটির পূর্ব নির্ধারিত এই কর্মসূচি।
এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহবান জানান।
এসময় কেন্দ্রীয় বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না সহ এসময় জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপি কার্যালয় থেকে গণমিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আলির জাহাল এলাকায় গিয়ে শেষ হয়।

আরো সংবাদ