৩ শাবকসহ বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১২ ০৭:২৪:৪৯

৩ শাবকসহ বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:Tiger pic cox কক্সবাজার শহরের নিকটবর্তী গহীন অরণ্য থেকে একটি বিরল প্রজাতির মেছো বাঘ ও তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভোরে স্থানীয় একটি পাচারকারী চক্র ওইসব বন্যপ্রাণী ধরে পাচারের চেষ্টাকালে ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে পাচারকারীরা বন্যপ্রাণীগুলো সংগঠনের কর্মীদের দিয়ে কৌশলে সটকে পড়ে। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবিরের অধীনে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মোস্তফার নিকট ওই বিরল প্রজাতির মেছো বাঘ ও তিনটি শাবক হস্তান্তর করে সংগঠনটির কর্মীরা।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির মেছো বাঘ ও শাবক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে উদ্ধার করা বন্যপ্রানীগুলো বন বিভাগের তত্বাবধানে রয়েছে।8cbbd37a624b7bbd9e5d85ca98733c4b

আরো সংবাদ