সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-১১ ১৪:৩৯:৪১

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে

কক্সবাজারঃ ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া ১২০০ পর্যটক অবশেষে ফিরে এসেছেন। ১১ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজারের টেকনাফের দমমিয়াস্থ জেটি ঘটে ফিরে পর্যটকবাহী জাহাজ ৩টি। এর আগে সকাল সাড়ে ১১ টায় টেকনাফ দমদিয়া ঘাট থেকে দ্বীপে আটকা পর্যটকদের ফেরত আনতে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন তিনটি জাহাজ রওনা দিয়েছিলো। বেলা ২ টার দিকে পর্যটক নিয়ে জাহাজ ৩টি যাত্রা শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। দ্বীপে আটকা পড়া পর্যটকদের আনতে সকালে সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ পাঠানো হয়। বিকালে জাহাজ ৩ টি পর্যটক নিয়ে ফিরে এসেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনটি জাহাজ পাঠানো হয়। বিকালে পর্যটকদের নিয়ে জাহাজগুলো টেকনাফ ঘাটে ফিরেছে।

আরো সংবাদ