মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ ১৮ শতাংশ শেষ হয়েছে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-০৫ ১৪:৩৩:১৪

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ ১৮ শতাংশ শেষ হয়েছে

জসিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার:moheshkhali pic-5-1-18বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নসরুল হামিদ এমপি বলেছেন, মহেশখালীর মাতারবাড়িতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ১৮ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সাল নাগাদ এ নির্মাণ কাজ শেষ হবে। তিনি ৫ জানুয়ারি বিকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে জাইকার অর্থায়নে নির্মানাধীন তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ লোকজনদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জশক্তিতে রূপান্তর করে কাজে নিয়োগ পাওয়ার ব্যবস্থা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: আলী হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জাইকার কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন পরিবেশের দিকে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্লান্ট তৈরী করা হচ্ছে। এদিকে দেশের সবচেয়ে মেগা প্রকল্প মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি এবং মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জানুয়ারি আসবেন বলে বিশ্বস্ত সুত্রে জানাগেছে। 13437787605709948344

আরো সংবাদ