আজ থেকে সীমিত পরিসরে দোকানপাট খুলছে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৭-০১ ০৫:৩০:০৬

আজ থেকে সীমিত পরিসরে দোকানপাট খুলছে

নিজস্ব প্রতিবেদক  : আজ থেকে স্বাস্থ্য বিধি মেনে কক্সবাজার শহরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি হলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বর্ধিত করা হবে। ৩০ জুন সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির সভাপতি রফিক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রালয় ব্যবসার সময় বাড়িয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত করেছে। কিন্তু, কক্সবাজারের করোনার পরিস্থিতির তেমন অগ্রগতি না হওয়াতে দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সিদ্ধান্তে আপাতত সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান খোলে ব্যবসা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে হিসেবে আজ ১ জুলাই সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কক্সবাজার শহরে দোকানপাট খোলা রয়েছে।
উল্লেখ্য, আজ ১ জুলাই বুধবার সীমিত পরিসরে উঠে যাচ্ছে কক্সবাজারের লকডাউন। টানা সাড়ে তিনমাস পর কক্সবাজার শহরে লকডাউন শিথিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শহরে সবধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় কক্সবাজার সিভিল সার্জনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরো সংবাদ