চলাচলের গেইট বন্ধ করতে যতো আয়োজন! - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৪-০৪ ১৬:৪৪:২৬

চলাচলের গেইট বন্ধ করতে যতো আয়োজন!

চলাচলের গেইট বন্ধ করতে যতো আয়োজন!

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজের সামনে কথিত স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের ব্যানারে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভূক্তভোগিরা গত বুধবার (২৯ মার্চ) আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, মের্সাস ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজের প্রধান গেইটের সামনে কথিত স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের ব্যানারে জায়গা দখলের নানান উদ্যোগ গ্রহণ করতে থাকে একটি চিহ্নিত প্রভাবশালী সিন্ডিকেট। এতে ইষ্ট এশিয়ার পক্ষ থেকে সিন্ডিকেটটিকে সরে যেতে বলা হলেও নানা চালচাতুরি করে জমি দখলের রকমারি চেষ্টা অব্যাহত রাখেন।

এনিয়ে মের্সাস ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি মোহাম্মদ রফিক জানান, স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের ব্যানারে কতিপয় কিছু প্রভাবশালী কৌশলে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজের প্রধান গেইটটি বন্ধ করে দেন। যার কারনে ইষ্ট এশিয়া প্রজেক্টের কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, চিহ্নিত ওই প্রভাবশালী সিন্ডিকেটে রয়েছে, আবুল কাশেম, আবুল কালাম, আব্দুর রহিম, মাহাবুব আলম, কামাল হোসেন, আবু তালেব, সাজ্জাদ হোসেন, ডালিম, সাইদুর রহমান, মমতাজ সওদাগরসহ আরও কিছু দখলবাজ। সর্বশেষ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে জনৈক মমতাজ সওদাগরের নেতৃত্বে এনাম ও ডালিমসহ একাধিক দখলবাজ মের্সাস ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজের জমি দখলের অপচেষ্টা করলে কক্সবাজার সদর থানা পুলিশ দখলবাজদের ধাওয়া করে।

স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের সদস্য আব্দুর রহিম জানান, স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ কখনও কারো জায়গা দখল করতে চায় না। মূলত; সড়কের পাশের্^ সরকারি জায়গায় গত ২০১৩ সাল হতে স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের অবস্থান। ব্যায়াম পরিষদের সদস্যরা সকাল সন্ধ্যায় ওই স্থানে একত্রিত হন। কারো জায়গায় যদি স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদের অবস্থান থাকে তাহলে অবশ্যই ওই জায়গা ছেড়ে দেওয়া হবে। তবে তাদের ওই সংগঠনটির কোনো বৈধ কাগজপত্র নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, খুরুশকুল সড়কে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের বেশ কিছু জায়গাতে কতিপয় প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করে মোটা টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছেন। এ বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ বলছেন খুব দ্রুত সময়ে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হবে।

আরো সংবাদ