উখিয়ায় ছুরিকাঘাতে মাদ্রাসার ছাত্র নিহত - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-০৮-২৭ ০৬:৪৫:৫১

উখিয়ায় ছুরিকাঘাতে মাদ্রাসার ছাত্র নিহত

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসার এক শিশু ছাত্র নিহত হয়েছে।  এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৬ আগষ্ট)  রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বায়তুশ শরফ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন  উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।

নিহত মোহাম্মদ আরাফাত (১০) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার হাছন আলীর ছেলে। সে স্থানীয় বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

ঘটনায় গ্রেপ্তাররা হল, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ও তার ছেলে মোহাম্মদ রিফাত (১৭)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, বৃহস্পতিবার রাতে সোনাইছড়ি বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার সবাই এশার নামাজের পর খাবার খেতে যায়। এসময় মোহাম্মদ রিফাত নামের স্থানীয় এক যুবক মোহাম্মদ আরাফাতকে মাদ্রাসার বাথরুমে নিয়ে গিয়ে গলার কাধে ছুরিকাঘাত করে।

এতে আরাফাতের শোর-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে রিফাত পালিয়ে যায়। পরে আরাফাতকে স্থানীয়রা উদ্ধারকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের শিশুর চাচা মোহাম্মদ রিদুয়ান বলেন, ঘাতক রিফাতও বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। আরাফাতের সঙ্গে অসদাচরণের দায়ে দুই বছর আগে তাকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। এ নিয়ে আরাফাতের উপর রিফাত ক্ষুদ্ধ ছিল।

ওসি সঞ্জুর মোরশেদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ