কক্সবাজারে জৈব কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২০-০৩-০৮ ১৩:০৬:০২

কক্সবাজারে জৈব কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারে  FIVBD কর্তৃক আয়োজিত জৈব কৃষি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ উখিয়া উপজেলার লাবেলা রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় FIVBD এর নির্বাহী পরিচালক বজলে মোস্তফার রাজি স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন। এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন একটি প্রস্তাবিত জৈব কৃষি সংক্রান্ত মডেল উপস্থাপন করেন। প্রস্তাবিত মডেল কৃষকের উৎপাদিত বিষ মুক্ত খাদ্য ভোক্তা পর্যায়ে FIVBD এর মাধ্যমে পৌছে দেয়ার একটি কৌশল মাত্র। প্রস্তাবিত গবেষণা কার্যক্রমটি বাস্তবায়িত হলে মাটির স্বাস্থ্য সুরক্ষাসহ খাদ্য নিরাপত্তায় এ অঞ্চলে এক নতুন মাত্রা যোগ হবে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, ক্যাম্প ইনর্চাজ যথাক্রমে শাব্বির ইকবাল, কাজী ফারুক আহমেদ মো. আব্দুল কাশেম, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার আবুল মনসুরসহ উপজেলা-কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, দূর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা, হোয়াইকং ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারী অফিসারবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন FIVBD এর কর্মসূচী সমন্বয়ক হাসান আহম্মেদ চৌধুরী, কনর্সোটিয়াম কো-অর্ডিনেটর-এসএইচপিআর-২ এবং কনর্সোটিয়াম এর সকল পার্টনারসহ এর FIVBD এসএইচপিআর-২ প্রকল্পের ডিপিসি, মিল ম্যনেজার, প্রোগ্রাম অফিসার সহ সকল কর্মকর্তা বৃন্দ।

আরো সংবাদ