কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন বেড়েছে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৪-০৪-১৬ ০৭:৫০:৩১

কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন বেড়েছে

কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন বেড়েছে। দৈনিক উৎপাদিত হচ্ছে ৩০ হাজার মেট্রিক টন লবণ। অনুকূল আবহাওয়ার কারণে লবণের এ বাম্পার উৎপাদন বলে জানান কৃষকরা।

কক্সবাজার সদর, ঈদগাঁও, মহেশখালী, চকরিয়া, টেকনাফ, কুতুবদিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৬ হাজার ৪ শত ২৪ একর জমিতে এবার লবণ উৎপাদিত হচ্ছে। এসব মাঠে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ।

গত চার মাস তথা এপ্রিল পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে ১৭ লাখ মেট্রিক টন। প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৩৫০ /৩৬০ টাকায়।
চলতি বছর দেশে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন।

কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপ- মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূঁইয়া জানান, উৎপাদন বেশি হওয়ায় এবং অনুকূল আবহাওয়া বিরাজ করায় লবণের দাম কমতে পারে।

আরো সংবাদ