কক্সবাজার সৈকতের প্রকৃতিতে ফিরেছে প্রাণ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০৫-১৫ ১৩:৩৩:০৯

 কক্সবাজার সৈকতের প্রকৃতিতে ফিরেছে প্রাণ

প্রকৃতিতে ফিরেছে

নিউজ ডেস্ক : লকডাউন, তাই ঈদের ছুটিতেও খা খা করছে কক্সবাজার। একমাসেরও বেশি বন্ধ থাকায় কোলাহলমুক্ত সমুদ্র সৈকতের প্রকৃতিতে ফিরেছে প্রাণ। আপনভুবনে বেড়ে উঠছে সাগর লতা। বালিয়াড়িতে দেখা মিলছে লাল কাঁকড়ার ঝাঁকও।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দরিয়ানগর পয়েন্টে মুক্ত পরিবেশে লাল কাঁকড়ার ছুটোছুটি। খেলছে আপন মনে। লকডাউনের কারণে পর্যটকশূণ্য সৈকত, তাই বালিয়াড়িতে আপন জগৎ তৈরী করেছে ক্ষুদ্র এসব প্রাণি।

পর্যটকের বিচরণ না থাকায় সৈকতের বালুতে মাথা তুলেছে সবুজ সাগর লতাও। বাউরি বাতাতে দোলখাওয়া ছোট ছোট পাতায় যেন এ অনন্য রূপ। সেই সাথে স্বচ্ছ জলরাশিও জানান দিচ্ছে আপনরূপে ফেরার।

বাপা সদস্য করিম উল্লাহ বলছেন, কোলাহলমুক্তিতে প্রকৃতির যে নিজস্ব রূপ তৈরী হয়েছে সেটি অক্ষত রাখা জরুরী। পরামর্শ, প্রয়োজনে সৈকতের কিছু এলাকা পর্যটকমুক্ত রাখার। তবে সৈকতের প্রকৃতি রক্ষায় সব পক্ষকে নিয়ে উদ্যোগ নেয়ার কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ। কোলাহল ও দূষণমুক্ত পরিবেশ বিদ্যমান রাখা গেলে, পর্যটন শিল্প হবে বহুমাত্রিক আর সম্ভাবনাময়, এমন মত সংশ্লিষ্টদের।

আরো সংবাদ