টেকনাফে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাত আটক  - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২২-০৫-০৪ ০৭:৫১:০৭

টেকনাফে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাত আটক 

সংবাদদাতা টেকনাফ  : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৪ মে) ভোরে  ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬ এপিবিএন নয়া পাড়া ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালিত করে।

এপিবিএন সূত্রে জানাগেছে , বুধবার ভোর ৪টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এইচ ব্লকে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একই ক্যাম্পের ব্লক-জি/৫ এর বাসিন্দা ফজল হকের পুত্র আক্তার হোছন, শেড নং-৬৪৪/০৮ এর বাসিন্দা জাহিদ হোসনের পুত্র মোঃ হাসান, শেড নং-৬৫৮/১ এর বাসিন্দা আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ নূর, শেড নং-৬৪৫/১ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র সাইফুল রহমান,এফসিপিএন-৪০২৪৭০ এর বাসিন্দা মৃত আবু জাফরের পুত্র নুরুল আমীন, শেড নং-৪০২/০৪ এর বাসিন্দা মিয়া হোসনের পুত্র শাহিন, শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা মোঃ শমসের আলমের পুত্র মোঃ ইলিয়াস, শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ রফিক, শেড নং-৬৪৮/০২ এর বাসিন্দা কামালের পুত্র খাইরুল আমীন এবং শেড নং-৬৪৬/৬ এর বাসিন্দা মৃত শহর আলীর পুত্র মোঃ ইলিয়াসকে আটক করে। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

এ নিয়ে ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, আটককৃত ১নং ব্যক্তি হত্যা মামলার আসামী। এছাড়াও ডাকাতরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

অধিনায়ক তারিকুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে  টেকনাফ থানায়  হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ