টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী আটক, ২৪ ভরি স্বর্ণ, ইয়াবা, অস্ত্র উদ্ধার - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১৪ ১১:৪৯:৪৭

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী আটক, ২৪ ভরি স্বর্ণ, ইয়াবা, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী রাস্তা থেকে মো. শরিফ হোসেন (২২) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ হাজার ইয়াবা এবং ২৪ ভরিও বেশি স্বর্ণ-অলংকার।শুক্রবার রাত ১২ টার দিকে শাপলাপুর বাজার হতে হোয়াইক্যং সড়কের দেড় কিলোমিটার পূর্ব দিকে পাকা রাস্তর বাম পাশ্বের জনৈক আবু তাহেরের সুপারী বাগানে এ অভিযান চালানো হয়। আটক মো, শরিফ হোসেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ এর মো. সিদ্দিকের পুত্র। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বারক্ষিত এক ইমেল বার্তায় জানানো হয়েছে, মাদক ব্যবসায়ী অস্ত্র এবং মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ শরিফ হোসেনকে একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ ইয়াবা, ২৪ ভরিও বেশি স্বর্ণ-অলংকারসহ আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ