টেকনাফ উপকূলে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-০৫-২৭ ১৩:৫১:৫৫

টেকনাফ উপকূলে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার

টেকনাফ উপকূলে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার

টেকনাফ প্রতিনিধি :  কক্সবাজারের টেকনাফের সাবরাং উপকূলে গভীর রাতে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারের সময় কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ফেলে যাওয়া ৫১ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

সূত্র জানায়, ২৭ মে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের স্টেশন কমান্ডার টেকনাফ, লে. কমান্ডার এম মিরাজুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ টহল দল নিয়ে টেকনাফের সাবরাং মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট এলাকায় অভিযানে যায়। ওইখানে হঠাৎ করে সন্দেহজনক একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে দাঁড়ানোর জন্য টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়া হয়। পাচারকারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বস্তাটি পড়ে যায়। তখন বস্তাটি উদ্ধার করে ৫১ হাজার ৮শ ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক কক্সবাজার কন্ঠকে জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ