তদন্তের আগে সাংবাদিকদের যেন মামলায় জড়ানো না হয় - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১ মে ২০২৪ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২১-১২-২৯ ০৯:২২:২৫

তদন্তের আগে সাংবাদিকদের যেন মামলায় জড়ানো না হয়

নিউজ  ডেস্ক :  তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যেন সাংবাদিকদের জড়ানো না হয় বলে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। অভিযোগ মামলা করার মতো হলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়।

এই আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি মন্তব্য করে তিনি বলেন, এখন কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না।

সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

আরো সংবাদ