পাথরঘাটায় পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৮-১২ ১১:৪৭:৩৭

পাথরঘাটায় পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

পাথরঘাটায় পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

জাফর ইকবাল, পাথরঘাটা (বরগুনা) :  বরগুনার পাথরঘাটায় ১৩ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ২২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাথরঘাটা পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১২ আগস্ট বৃহস্পতিবার এ ঋণ বিতরণ করা হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ও পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আমিন সোহেল প্রমুখ।

পাথরঘাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন,’এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ শীর্ষক স্লোগান নিয়ে করোণায় ক্ষতিগ্রস্ত পাথরঘাটার ১৩ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ২২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ওই ১৩ পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৪ জন মৎস্য চাষি, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ২জন গাভী পালনকারী। ওই পল্লী উদ্যোক্তাদের সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। যা আগামী দুই বছরে ১৮ কিস্তিতে পরিশোধ করবেন।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনাকালীন গ্রামের তৃণমূল পল্লী উদ্যোক্তাদের ঋণ দিয়ে সরকার পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করছি আপনারা ঋণ নিয়ে যথাযথ ব্যবহার করে সফল হয়ে দেশকে সমৃদ্ধি করবেন।

আরো সংবাদ