পিএমখালীর ছনখোলা থেকে ইয়াবাসহ আটক-২ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৩-২০ ০৮:১২:২৯

পিএমখালীর ছনখোলা থেকে ইয়াবাসহ আটক-২

সংবাদ বিজ্ঞপ্তি:  র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী ইউপির ছনখোলা মালিপাড়াস্থ নাছির জমিদারের প্লটের কেয়ারটেকার জনৈকা মর্জিনা বেগম এর বশত ঘরে মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল ১৯ মার্চ বিকাল ৪ টায় উপরোক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ ইয়াছিন (২০), পিতা-নুরুল কাদের, মাতা-মর্জিনা বেগম, সাং-দরবার ঘাট (নজু মিয়ার বাড়ী), থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে-ছনখোলা, মালীপাড়া নাছির জমিদারের প্লট, ০২নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানা+ জেলা-কক্সবাজার, ২। ইয়াছমিন আক্তার (২৩), স্বামী-সৈয়দুল আমিন, পিতা- খবির আহম্মেদ,মাতা-রুবিনা খাতুন, সাং-বালুখালী,ক্যম্প নং-০২, বøক-০২,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার, বর্তমানে সনখোলা,মালী পাড়া,নাছির জমিদারের প্লট,০২নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানা+জেলা-কক্সবাজার’দের ধৃত করে এবং সহযোগী একজন সু-কৌশলে পালিয়ে যায় । পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবাৎ পলাতক আসামীর নিকট হতে মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয় করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ৬২ হাজার ৫০০ টাক প্রায়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরো সংবাদ