প্লাস্টিক বর্জ্যে সয়লাব কক্সবাজার সৈকত - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-১০-১৪ ০৫:৪৭:৫০

প্লাস্টিক বর্জ্যে সয়লাব কক্সবাজার সৈকত

নিউজ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্রতিদিনই বালিয়াড়িতে মিলছে ভ্রমণে আসা পর্যটকদের ফেলে দেয়া অসংখ্য প্লাস্টিকের পানির বোতল, ওয়ানটাইম চায়ের কাপ, মাস্ক ও পলিথিন। ফলে বর্জ্যে দূষিত হচ্ছে সৈকতের পরিবেশ।
পরিবেশবাদীদের দাবি, সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে প্রশাসন উদাসীন। অবশ্য প্রশাসন গতানুগতিকভাবে সৈকতের প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার আশ্বাস দিয়েছে।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতের সৌন্দর্য্যের টানে প্রতিদিনই ছুটে আসে হাজার হাজার ভ্রমণ পিপাসু। তারাই ফেলছেন অসংখ্য প্লাস্টিক পানির বোতল, ওয়ান টাইম চায়ের কাপ, ব্যবহার করা মাস্ক, চিপস ও বিস্কুটের প্যাকেট সৈকতে। প্লাস্টিকের বর্জ্যে ভরে গেছে বালিয়াড়ি।

আলমগীর একজন লাইফ গার্ড কর্মী। কিন্তু বিকেকের তাড়নায় প্রতিদিনই সকালে পর্যটকের ফেলা প্লাস্টিকের বর্জ্যে পরিষ্কার করেন তিনি।

শুধু আলমগীর নন, সৈকতে প্রতিদিনই বর্জ্য পরিষ্কার করেন ২০ জনের অধিক পরিচ্ছন্ন কর্মী। তারাও বলছেন, সৈকতের প্লাস্টিকের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়েছে। সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে পরিবেশবাদি সংগঠন।

আরো সংবাদ