বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৬-২৯ ০৬:৫৪:৫৯

বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আট ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী।

সোমবার (২৭ জুন) রাতে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় নৌ বাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় ওই জেলেদের আটক করে।

পরে মঙ্গলবার দিবাগত রাতে প্রথম দফায় চার ট্রলারসহ ৬৮ জন জেলেকে মোংলা থানায় সোপর্দ করা হয়। তবে বাকি ৬৭ জন এখনও মোংলা থানায় এসে পৌঁছেনি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, নৌ বাহিনীর জাহাজ বানৌজা প্রত্যয় এবং আলী হায়দার সোমবার রাতে সমুদ্রে টহলে ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় চারটি ট্রলারসহ ৬৮ জন এবং পরে আরও চারটি ট্রলারসহ ৬৭ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ওই ৬৮ ভারতীয় জেলেকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানের প্রস্তুতি চলছে।

সূত্র : 71tv Online.

আরো সংবাদ