ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৯-০৯ ১৫:১৬:৪০

ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি

ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যর্থ : মশা নিধনে চলছে তামাশা

নিউজ  ডেস্ক :  মৌসুমের শেষ দিকে এসে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। বাড়ছে মৃত্যু। সেপ্টেম্বরের প্রথম ছয়দিনে মশাবাহিত এই রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। যাদের বেশিরভাগই ঢাকার। দক্ষিণের মেয়র বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

যদিও বিশেষজ্ঞদের শংকা আগামীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কারণ গেলো কয়েক দিনে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের জন্য সহায়ক।

লতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ছিলো গেলো আগস্টে- এগারো জন। কিন্তু সেপ্টেম্বরের প্রথম ছয় দিনেই মৃত্যু ১০ জনের।

মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গু যে ভয়াবহ রূপ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আসছে মৃত্যুর খবরও।

মঙ্গলবার পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে আটশ’। যার মধ্যে ৭১১ জনই ঢাকার। তারপরেও দক্ষিণের মেয়র মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে কীটতত্ববিদ ড. কবীরুল বাশার জানান, গেলো কয়েকদিনের বৃষ্টিতে এডিসের প্রজনন বেড়েছে। তাই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। এডিস মশা মারার অভিযান আরো লাগসই হতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য পাওয়া সাপেক্ষে ডেঙ্গু আক্রান্তদের এলাকায় চিরুনি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন এই কীটতত্ববিদ।

যদিও দক্ষিণের মেয়র বলছেন তাঁর এলাকায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। ঢাকার বাইরের অনেক রোগী দক্ষিণের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ায় সংখ্যাটা বেশি দেখাচ্ছে।

মেয়র জানান, গেলো দু মাসে এডিসের উৎস নির্মূলে দারুণ কাজ হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস নিয়ন্ত্রণে নগরবাসীও এবার সাড়া দিয়েছে।

আরো সংবাদ