মাতামুহুরীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোরী - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১ মে ২০২৪ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-০৭ ১৪:৪২:২১

মাতামুহুরীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোরী

চকরিয়া প্রতিনিধি  : কক্সবাজারের চকরিয়ায় উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোরী। তারা সম্পর্কে একে অপরের মামতো-ফুফাতো বোন। এ সময় প্রাণে বেঁচে যায় আরো দুই শিশুসহ চারজন।৭ এপ্রিল বিকেল তিনটার দিকে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনীস্থ বাড়ির কাছে নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই কিশোর হলো দক্ষিণ লোটনী গ্রামের মো. আবদুল মোনাফের কন্যা এবং হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ইসমা জন্নাত (১৫) ও একই এলাকার শামশুর রহমানের কন্যা এবং লোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আসমাউল হোসনা (১২)।

ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম জানান, বিকেল তিনটার দিকে গ্রামের একদল শিশু-কিশোরী মিলে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রথমে চোরাবালিতে তলিয়ে যায় দুই বোন। তাদেরকে উদ্ধার করতে গেলে তলিয়ে যেতে থাকে দুই শিশু কন্যাসহ চারজন। এই অবস্থায় প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত নদীতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে দুই বোন। এরপর আধ ঘণ্টার ব্যবধানে তাদেরকে উদ্ধার করা হলেও ততক্ষণে মারা যায় দুই বোন।

কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত ওসমান বলেন, ‘মারা যাওয়া দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভাগ্য ভালো হওয়ায় এ সময় প্রাণে বেঁচে ফিরে দুই শিশু কন্যাসহ চারজন।’

আরো সংবাদ