মাতারবাড়িতে ১৬শ পরিবারের মাঝে সহায়তা প্রদান - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৫-২২ ১০:০২:৫৮

মাতারবাড়িতে ১৬শ পরিবারের মাঝে সহায়তা প্রদান

কাইছার হামিদ :  দূর্যোগ মুহুর্তে  বালাদেশ কোলপাওয়ার জেনারেশন মহেশখালী মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার ও উপ-ঠিকাদার প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ ২২ মে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ ও মগডেইল ইউনুছিয়া মাদরাসা প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি অনুসরণ করে স্থানীয় সংসদ আশেক উল্লাহ রফিকের নেতৃত্বে  অসহায় ১৬ শত পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানকারী বৈদেশিক প্রতিষ্ঠান গুলো হচ্ছে , সুমিতমো কর্পোরেশন, আই এইচ আই, হুন্ডাই, পেন্টা ওশেন কর্পোরেশন, তোশিবা, ওপোস্কো ইঞ্জিনিয়ারিং কন্স্ট্রাকশন। চলমান মহামারি সংক্রমণ পরিস্থিতিতে প্রতিষ্ঠান সমূহ কয়েকটি ধাপে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, বর্তমান দূর্যোগ মুহুর্তে এভাবে সরকারী, বেসরকারী ও বিত্তশালীরা অসহায়দের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানান। ত্রাণগুলো এতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর,  মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার, এমইউপি জাহেদ হোসেন, এমইউপি জাকের হোসেন মাতারবাড়ী মহিলা সংরক্ষিত (এমইউপি) ছকুন তাজ ও শামিম আরা প্রমুখ।

আরো সংবাদ